সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক বলেছেন, একজন মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার সততা। যার ভেতরে সততা নেই, সে কখনো সফল হতে পারে না।
রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২-সুরমা জোনের উদ্যোগে তৌফিক বক্স লিপন ১-প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় শুক্রবার নগরীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনাল কো অর্ডিনেটর সুরমা জোন ২০১৭-১৮ রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরীর পরিচালনায় ও রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মইনুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারী ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্ণর লে. কর্ণেল (অব.) এম.আতাউর রহমান পীর, পিডিজি ডা. মঞ্জুরুল হক, ইঞ্জিনিয়ার এম.এ.লতিফ, শহিদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর এম নরুল হক সোহেল। অনুষ্ঠানে ইনবকেশন পাঠ করেন, পিপি গোলাম আজাদ। রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রোটারিয়ান পিপি তৌফিক বক্স লিপন, রোটারিয়ান প্রফেসর জয়ন্ত দাস, রোটারিয়ান মোশারফ হোসেন জাহাঙ্গীর, রোটারিয়ান আজাদ শিপন, রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান তোফায়েল আহমদ, রোটারিয়ান সাঈদ চৌধুরী, রোটারিয়ান আব্দুর রহিম, রোটারিয়ান প্রফেসর ডা. তোফায়েল আহমদ, রোটারিয়ান সাহিদুর রহমান, রোটারিয়ান আবু সুফিয়ান, রোটারিয়ান বদরুল আলম চৌধুরী, রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম, রোটারিয়ান প্রফেসর ডা.মীর মাহবুবুল আলম, রোটারিয়ান মনির উদ্দিন চৌধুরী, রোটারিয়ান আছমা, রোটারিয়ান মোস্তাফা কামাল, রোটারিয়ান ড.আর কে ধর, রোটারিয়ান জামিল চৌধুরী, রোটারিয়ান এমদাদ হক, রোটারিয়ান সাখাওয়াত, রোটারিয়ান ড.মীর শাহ্ আলম, রোটারিয়ান এ কে এম সামছুল হক দিপু, রোটারিয়ান আজিজুর রহমান। বিজ্ঞপ্তি