জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ “এফ” প্রভাইসো বিলুপ্তের প্রস্তাবের প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে রবিবার নগরীর হাউজিং এটেস্থ কর আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অত্র বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বারের সভাপতি এডভোকেট মো. আবুল ফজল।
মানববন্ধনে বক্তারা প্রোভাইসোটি পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- আবিদ আলী চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, খায়রুল ইসলাম চৌধুরী, এডভোকেট আলী আহমদ, এডভোকেট মঈন উদ্দিন আহমদ, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, ইকবাল আহমদ চৌধুরী, সুধাংশু ভূষণ ত্রিবেদী, মো. বাহাউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম রিপন, এডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন, জাহান ইবনে খালেদ, মোস্তাফিজুর রহমান, নিজাম উদ্দিন খান, মাজাহারুল হক, খায়রুল আলম, জ্যোতির্ময় তালুকদার, আজমল হোসেন, মারুফ আহমদ, সাইদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি