ওসমানী বিমানবন্দরে ৮০ লাখ টাকার স্বর্ণের চালান আটক

9

স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার চিকিৎসা সামগ্রীর ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটককৃত স্বর্ণের পরিমাণ ১ কেজি ১৬০ গ্রাম, যার বাজারমূল্য ৮০ লক্ষ টাকা।
শুক্রবার সকাল ৭ টায় দুবাই থেকে আসাত একটি ফ্লাইটের এক যাত্রীর কছ থেকে এগুলো আটক করা হয়। এসময় মো: আলী আহমদ নামের ওই যাত্রীকেও আটক করা হয়েছে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার মো. আল আমিন জানান, বাংলাদেশ বিমানের বিজি ০২৪৮ ফ্লাইট দুবাই থেকে সকাল ৭টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে গ্রিনচ্যানেল অতিক্রম করার সময় আটককৃত ব্যাক্তিকে চ্যালেঞ্জ করে কাস্টমস। এ সময় তল্লাসি চাি য়ে অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের যন্ত্র নেব্যুলাইজারের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। যা ১১টি পাতসদৃশ্য। তখন ওই যাত্রী গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামের মো. আলী আহমেদকে আটক করা হয়। আল আমিন আরো জানান, মামলা দায়েরের পর গতকাল বিকেলে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে।