কুলাউড়া থেকে সংবাদদাতা :
পুলিশ, র্যাব ও বিজিবির নেতৃত্বে যৌথ বাহিনী গত মঙ্গলবার রাতে কুলাউড়ায় ২০ দলীয় জোটের বিভিন্ন নেতাকর্মীর বাসা-বাড়ীতে ব্যাপক তল্লাশী চালিয়েছে। অভিযানে জামায়াত সমর্থক এক মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও এক মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা তাহিরুল হক ও ভুকশিমইল মাদ্রাসার শিক্ষক জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান।
২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, সাবেক এমপি জেলা বিএনপির সহসভাপতি এম এম শাহীন ও বিএনপি নেতা আবেদ রাজার বাড়ীসহ গত দেড় মাসের যৌথবাহিনীর অব্যাহত অভিযানে বিরোধী জোটের বেশীরভাগ নেতাকর্মীরা বাড়ী ছাড়া। ইতিমধ্যে যৌথবাহিনীর হাতে আটক হয়ে উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আব্দুল বারী, জামায়াত নেতা ডা: মবশ্বির আলী, ডা: সৈয়দ ইমরানসহ ১৯ জন জামায়াতের নেতাকর্মীরা কারাভোগ করছেন। আটককৃতদের বিরুদ্ধে রেলে নাশকতা, গাড়ীতে অগ্নিসংযোগ, পুলিশ এসল্টসহ ১২টি মামলা রুজু করা হয়েছে কুলাউড়া থানা এবং শ্রীমঙ্গল ও কুলাউড়ায় রেলওয়ে থানায়। আটককৃতদের আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় প্রায় দেড় মাস থেকে কারাগারেই আছেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান জানান, নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।