ইভটিজিং

30

মোঃ রাজিব হুমায়ুন :

রাস্তা-ঘাটে ঠায় দাঁড়িয়ে
কলেজ ফাঁকি দিয়ে,
ইভটিজিংয়ে মাতছো কেন
ইতর সাথে নিয়ে?

ছোট-বড়ো, ফর্সা-কালো
ল্যাংড়া, বধির, বোবা-
কাউকে তুমি বাদ রাখো না
হোক না হাবা-গোবা।

যদি তোমার মা-বোনেরা
ইভটিজিংয়ে পড়ে,
তখন তোমার লাগবে কেমন?
বলো চিন্তা করে।

আইনে কভু পড়লে ধরা
সাজা পাবে বড়ো,
থাকতে সময় দামাল ছেলে
নিজের জীবন গড়ো।

টিজের নেশায় ডুবে থেকে
পাপের বোঝা ভারী,
দ্বীনের পথে ফিরে এসো
তুমি তাড়াতাড়ি।

বখামি আর নষ্টামি নয়
ভালো ছেলে হবে,
টিজিং করা ছেড়ে দিলে
সুনাম রবে তবে।

সভ্য ছেলে করে নাকো
ইভটিজিংটা কভু,
পড়াশুনায় মনটা থাকে
দেখলে মেয়ে তবু।