ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের ৭ম শ্রেণীতে পড়–য়া মাদরাসা ছাত্রীকে নিজ বাড়িতে প্রতিবেশী বখাটেরা গণধর্ষণ করে। গণধর্ষণের মূল হোতা আহাদ ও আযইসহ এর সাথে জড়িত বখাটেদের ফাঁসির দাবিতে দেওয়ানবাজার ইউনিয়নের সর্বস্তরের নাগরিক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদরাসাবাজার-মোরার বাজার সড়কের উপরে প্রায় দুই সহস্রাধিক লোকের অংশ গ্রহণে বিশাল এলাকাজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২৫ সামাজিক সংগঠন ও ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড নিয়ে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার তের দিন অতিক্রান্ত হয়ে গেছে, গণধর্ষণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হলেও অন্যান্য অপরাধীরা এখনো গ্রেফতার এড়িয়ে নির্বিঘেœ ঘুরে বেড়াচ্ছে। অপরাধীদের স্বজনরা রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় উস্কানীমূলক কথা বলে রেড়াচ্ছে। তাই অনতিবিলম্বে সকল অপরাধীকে প্রেফতার করে ফাঁসির দন্ড কার্যকর করতে হবে। মানববন্ধনে বক্তৃতা করেন, জামেয়া ইসলামিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফেজ মুছলেহ উদ্দিন রাজু, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ মস্তফা মিয়া, দেওয়ানবাজার হাই এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, আব্দুল গফুর শিশু বিদ্যা নিকেতনের পরিচালক আফম শামীম, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, খয়রুন নেছা মহিলা মাদরাসার নাজিম মাওলানা ফয়জুর রহমান, নশিওরপুর জাগরণী যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম, খন্দকার বাজার খাদিমুল কোরআন পরিষদের সভাপতি সিকন্দর আলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর মুক্তাদির লায়েক, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আহাদ প্রমুখ।