সম্প্রতি কিছু লোক অতি মুসল্লী সেজে ধর্মীয় বিভিন্ন বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইসলামের কিছু কাজকে যা অপরিহার্য নয়, তারা অপরিহার্য মনে করে মুসল্লীদেরকে তাদের দলে বিড়ানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ মুসলমানদের মাঝে আমল ও ইসলামী আক্বিদা বিশ্বাসের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। এসব লোক তাদেরকে কখনো আহলে হাদীস, কখনো সালাফী, আবার কখনো লা-মাযহাবী বলে দাবী করছেন। হাজার বছরের অধিককাল থেকে চলে আসা মুসলমানদের ৪ মাযহাবকে অস্বীকার করে মাযহাবের ইমাম ও তাদের অনুসারদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য এমনকি অশ্রাব্য ভাষায় গাল-মন্দ করছে তারা। দেশের মুসলিম জনতাকে এদের খপ্পর থেকে সাবধান থাকার আহবান জানিয়েছেন সিলেটের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম।
দরগাহে হযরত শাহজালাল (রহ.)’র মাদরাসায় সিলেটের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম ও সম্মানী মুফতী এবং ইমাম-খতিবদের উপস্থিতিতে গত বুধবার বাদ এশা এক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। দরগাহ মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতী মুহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে এবং ক্বারী মাওলানা মোজাম্মেল হোসেন চৌধুরী ও ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় উপস্থিত উলামায়ে কেরামগণ উপরোক্ত কথাগুলো বলেন। লা-মাযহাবীদের এহেন অপতৎপরতা বন্ধের লক্ষ্যে ও মুসলিম জনতাকে ইসলামী আকীদা বিশ্বাসের সঠিক দিক নির্দেশনা দানের উদ্দেশ্যে গঠন করা হয় সিলেটের শীর্ষ পর্যায়ের উলামা কেরামের নেতৃত্বে ৩৩ সদস্য বিশিষ্ট উলামা পরিষদ বাংলাদেশ। উক্ত পরিষদের দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি- মুফতী মাওলানা আবুল কালাম জাকারিয়া, সহ-সভাপতি হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, হাফিজ মাওলানা মুফতী ওলিউর রহমান ও কারী মাওলানা মোজাম্মেল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা আবুল হাসান ফয়সল, সহ-সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ শফীকুর রহমান, মাওলানা মুহিব্বুর রহমান মিঠিপুরী, সাংগঠনিক সম্পাদক কারী মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন ইলিয়াস, প্রচার সম্পাদক মাওলানা হাবীব আহমদ শিহাব, সহ-প্রচার সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, প্রকাশনা সম্পাদক মুফতী মাওলানা এনামুল হক, মুফতী মাওলানা জাকারিয়া, সদস্য- মাওলানা হোসাইন আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হাফিজ আসজাদ আহমদ, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মুফতী মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা মুহিউদ্দিন, হাফিজ মাওলানা সালেহ আহমদ, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মোস্তাক আহমদ ও মাওলানা আব্দুল মান্নান। বিজ্ঞপ্তি