ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

28

স্টাফ রিপোর্টার :
নগরীতে হঠাৎ করে ছিনতাই বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে নগরীতে বেশ কয়েকটি ছিনতাইর ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকী না থাকায় হঠাৎ ছিনতাই বেড়ে গেছে বলে অনেকে মনে করছেন।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরীর আম্বরখানা-চৌহাট্টা সড়ক এলাকায় এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম হুমায়ূন কবির। তিনি নগরীর চৌকিদেখি এলাকার বাসিন্দা।
জানা গেছে, ব্যবসায়ী হুমায়ূন কবির আম্বরখানাস্থ ডাচ-বাংলা ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে আম্বরখানা হয়ে দরগাগেইট এলাকায় যাওয়ার পথে সিগন্যালের শো-রুমের সামনে আসামাত্র ৩টি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা এসে তার গতিরোধ করে। এসময় হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যবসায়ীর চিৎকারে লোক জড়ো হলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে দরগাগেইট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং খোঁজ নেয়ার চেষ্টা করছেন।