হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলায় আতশবাজি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি এডভোকেট আব্দুল মজিদ খান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় যাত্রাপাশা গ্রামের রোজেস ইলেভেন ও শেখের মহল্লার আলোর দিশারী ক্লাব। এ খেলায় রোজেস ইলেভেন জয়ী হলে তাদের সমর্থকরা আতশবাজি করে। এ সময় একটি আতশবাজি জাতুকর্ণপাড়া এলাকার যুবকদের মাথায় লাগে। এতে দু’দলের মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে যাত্রাপাশা ও জাতুকর্ণপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্যানিংগঞ্জ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।