সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন নির্বাচন। এ নির্বাচনে নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা। ভোটারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারলে নৌকার বিজয় সম্ভব। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় পাঠাতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করা।
আসন্ন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১ ডিসেম্বর শনিবার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খানের বাড়ীতে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, আওয়ামীলীগ নেতা সুফি মিয়া, হাজী আতিকুর রহমান, হাজী রুশন আলী, দেলওয়ার হোসেন খান, তোয়াজিদুল হক তুহিন, আছাব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিশজুল ইসলাম চৌধুরী, কৃষকলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুবেলুর রহমান চৌধুরী, আব্দুল আওয়াল টিটু, আনসার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, লায়েক আহমদ জিকু, নাজিম খান, আব্দুল সামাদ, আমিন খান, ওয়ার্ড আওয়ামীলীগের আব্দুল বারী, আলম রেজা, লুকু মিয়া, সৈয়দ ফয়জুল হোসেন, আয়ুব আলী, আব্দুল হক, আছদ্দর আলী, চেরাগ আলী, হাবিবুর রহমান, নেওয়ার আলী, জহুর আলী, খালেদ আহমদ রানা, আব্দুল মালিক, সফিক মিয়া, মাখন মিয়া, আব্দুল মুকিত, প্রদীপ দেবনাথ, মোশারফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি