স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন পলাতক আসামি, একজন হত্যা চেষ্টা মামলার আসামি, একজন বনদস্যু ও ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। র্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি সোমেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানিয়েছেন।
নবীগঞ্জ : শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে র্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন সৈয়দপুর বাজার হতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামি আহম্মদ আলীকে (৫৭) ও মো. মোস্তফা মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে। আহম্মদ আলী নবীগঞ্জের জিয়াপুর গ্রামের আজমান উল্যাহর ছেলে ও মোস্তফা মিয়া একই উপজেলার সোনামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। পরে তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
নগরী : বৃহস্পতিবার ২৯ জুলাই রাত ৮টার দিকে র্যাব-৯ এর সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প)-এর একটি দল নগরীর টিলাগড় পয়েন্ট থেকে সিলেট শাহপরাণ থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলার আসামি রবিন আহমদ (২২)-কে গ্রেফতার করে। রবিন টিলাগড় কল্যাণপুর এলাকার আলম মিয়ার ছেলে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম।
চুনারুঘাট : বৃহস্পতিবার দিনগত ৩০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৯ এর সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কবিলাশপুর গ্রামের লাতুরগাওঁ খাইগাবাজার থেকে বনদস্যু জুয়েল মিয়া (৩০)-কে গ্রেফতার করে। জুয়েল কবিলাশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। গ্রেফতারের পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যায়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নাভিদ সারওয়ার। অপরদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৯ এর সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প)-এর আরেকটি দল চুনারুঘাটের লাতুরগাঁও গ্রাম থেকে পাইপগানসহ মো. সুমন মিয়া (২৪) ও মো. জসিম উদ্দিন (১৯) নামের দুজনকে গ্রেফতার করে। সুমন চুনারুঘাটের আমতলা গ্রামের আব্দুল করিমের ছেলে ও জসিম লাতুরগাঁও গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র। পরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান।