ফুটপাত থেকে অবৈধ মাছ বাজার উচ্ছেদের দাবিতে ॥ পুলিশ কমিশনার বরাবরে লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির স্মারকলিপি প্রদান

32

Sarok Photoনগরীর হেড পোষ্ট অফিসের সামন থেকে সার্কিট হাউজ পর্যন্ত প্রধান সড়কের পাশে অবৈধ মাছ বাজার উচ্ছেদের দাবিতে গতকাল সোমবার সকালে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী লালবাজার থেকে মিছিল সহকারে নাইওরপুলস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি পেশ করেন লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। পুলিশ কমিশনারের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন সহকারী পুলিশ কমিশনার নূরুল হুদা আশরাফ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত নগরীর হেড পোস্ট অফিস হতে সার্কিট হাউজ পর্যন্ত প্রধান রাস্তার উপর মাছ বাজার বসে। যার ফলে রাস্তায় যাতায়াতকারী পথচারী সহ যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সিলেটের প্রকৃত মৎস্য ব্যবসায়ীরা যারা মার্কেটে ভ্যাট, ট্যাক্স প্রদানের মাধ্যমে ব্যবসা করে আসছে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই প্রকৃত মৎস্য ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পারিবারিকভাবে আর্থিক সংকটে পড়ছে। ফলে সরকারের রাজস্ব, পৌর ট্যাক্স প্রদান করতে হিমশিম খাচ্ছে। তাই অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরী।
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে স্মারকলিপিটি প্রদান করেন সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু। বিজ্ঞপ্তি