দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে তৌহিদ হত্যাকান্ডের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় কলাউড়া মার্কেটে এক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ শেষে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আসামী পক্ষকে মদদ দাতাদের আইনের গন্ডিতে আনার দাবি জানিয়ে জেলা প্রশাসক সহ সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনস্থলে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন বলেন, তৌহিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর মূল আসামী খুনী শামীমকে ঘটনার দিনই আটক করে অত্যন্ত সফল ভাবে জেলহাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে ওই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফারুক আহমদ মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান নুরুল ইসলাম, নুরুল ইসলাম (ডিলার), হাজী বশির উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আং শহিদ, তোফায়েল আহমদ, সাবেক ইউপি সদস্য নুরু মিয়া, মনু মিয়া, ইউপি সদস্য রায়হানুল ইসলাম রবিন, ফারুক আহমদ, দেলোয়ার হোসেন, ফজল হক, মামলার বাদী রফিকুল ইসলাম প্রমুখ।