নির্বাচনকে সামনে রেখে সিলেটে সম্প্রীতির পরিবেশ নষ্ট করবেন না – ড. আবদুল মোমেন

58
নগরীর মদিনা মার্কেট এলাকায় গণসংযোগ করছেন সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।

সিলেট-১ আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক কূটনীতিক ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সিলেটে যুগ যুগ ধরে সম্প্রীতির পরিবেশ বিরাজমান। সম্প্রীতির শহর হিসেবে সারাদেশের মধ্যে সিলেটের খ্যাতি রয়েছে। সম্প্রীতির এই পরিবেশ নষ্ট করবেন না। নির্বাচনকে সামনে রেখে কোন মহল যেনো এই পরিবেশ ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে নজর দিতে হবে।
তিনি বুধবার সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ, শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
সম্প্রতি সিলেটে নিজ নির্বাচনী কার্যালয় ও প্রচার গাড়িতে হামলা, বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সম্প্রীতির এই শহরে এসব ঘটনা দুঃখজনক। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যথায়, আমাদের ঐতিহ্যের সংস্কৃতি কলঙ্কিত হবে।
বুধবার সকালে তিনি নগরীর ৯নং ওয়ার্ডের মদিনা মার্কেট-বাঘবাড়ি এলাকায় গণসংযোগ করেন, সকাল সাড়ে ১১টায় ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকায় গণসংযোগ, দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ ও ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়, সাড়ে ১২টায় নগরীর জিন্দাবাজারের মিলেনিয়াম মার্কেটে গণসংযোগ ও মতবিনিময়, বিকেল ৩টায় নগরীর কালাগুল, ছড়াগাঙ ও বড়জান চাবাগানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাশ্রমিকদের প্রস্তুতি সভায় অংশ নেন। সন্ধ্যায় জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা, রাতে আটাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, আটাব সিলেট জেলা জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খান রেজওয়ান, মোতাহার হোসেন বাবুল, আব্দুল বারী, মাহমুদ হোসেন, আব্দুল কুদ্দুস, কয়েস আহমদ, মনসুর আলী খান, আবুল কাশেম, জহিরুল কবির চৌধুরী শীরু, আব্দুল হক, দেওয়ান রশু চৌধুরী, শাহাব উদ্দিন, মো. উবায়দুল্লাহ ইসহাক, জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতা জগদীশ দাস, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কামাল আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ছালেহ আহমদ সেলিম, মখলিছুর রহমান কামরান, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, শামীম আহমদ, আওয়ামীলীগ নেতা এডভোকেট নূরে আলম সিরাজী, এডভোকেট মোস্তফা দেলওয়ার আল আজহার, ফারুক আহমদ, আশীক মিয়া মাসুক, এডভোকেট বেলাল উদ্দিন, গোলজার আহমদ, নিজাম উদ্দিন চেয়ারম্যান, মনফর আলী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, মছদ্দর আলী, মো. আছরব আলী, মুহিত আলম শফিক, আশুতোষ ধর চৌধুরী, মানসিংহ দাস, বিধান কপালী, বিজিত বৈদ্য, নিশিকান্ত দাস, শামসুল আলম, মানিক লাল দে, সাইফুল ইসলাম, নাসির খান, এম মিরাজ জাকির, এসএম নুনু মিয়া, জাবেদ সিরাজ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ খন্দকার মহসীন কামরান, প্রচার সম্পাদক মো. জাহিদ সরওয়ার সবুজ, আব্দুল মতিন, গোলাম মাওলা চৌধুরী, ফয়সল আজাদ খান, মাসুক মিয়া আশিক, আজাদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য দেলওয়ার হোসেন, তজম্মুল আলী, ননী গোপাল দত্ত, আব্দুল লতিফ রিপন, আতিকুর রহমান আতিক, শাফায়াৎ খান, মাসুক আহমদ, রানা আহমদ শিপলু, জামাল আহমদ, শহীদ আকিব অপু, নজরুল ইসলাম, মিফতাহুল হোসেন লিমন, চাশ্রমিক নেতা রাজু গোয়ালা প্রমুখ। বিজ্ঞপ্তি