মাদক মামলায় এক ব্যক্তিকে ১ বছরের প্রবেশন সাজা

30

মাদক বিক্রেতাকে কারাদন্ডের বদলে বছর ব্যাপি প্রবেশন শাস্তি প্রদান করা হয়েছে। সিলেটের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক যুগ্ম দায়রা জজ আলী মনসুর গত ২২ নভেম্বর প্রবেশন শীর্ষক এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দর শুকুর জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র। দায়রা -১০৫৮/২০১৮ নং মামলার রায়ে আসামী আব্দুর শুকুরকে কারাদন্ডের বদলে কোর্টের একজন প্রবেশন অফিসারের অধীন বছর ব্যাপি হ্যান্ড মাইকযোগে নির্ধারিত তারিখে মাদকবিরোধী প্রচার চালাতে আদেশ দেয়া হয়েছে।
আদালতের রায় মোতাবেক প্রবেশন প্রাপ্ত আব্দুর শুকুরকে চলতি ২০২০ সালের ২২ নভেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ২১ মে পর্যন্ত প্রত্যেক ইংরেজী মাসের সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয় সম্মুখে আদালত প্রাঙ্গণে এবং প্রত্যেক বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১ টা পর্যন্ত সিলেট নগরের জনতার কামরান চত্বরের সামনে হাজির হয়ে হ্যান্ডমাইক যোগে উপরোক্ত বক্তব্যের প্রচার করতে হবে। নির্ধারিত সময়ের ১০ মিনিট পূর্বে কোর্ট ইন্সপেক্টরের কাছ থেকে হ্যান্ডমাইক সংগ্রহ করে প্রচারণা শেষে তা ফেরত দেবে।
আদালতের আদেশ মোতাবেক প্রবেশনপ্রাপ্ত আব্দুর শুকুরকে ২০২১ সালের ১ জুন থেকে ১৫ অক্টবর পর্যন্ত সিলেট মোট্রোপলিটন এলাকাধীন ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠান খোলাকালী কোর্ট নির্ধারিত তারিখ ও সময়সীমার মধ্যে ১দিন করে মাদকবিরোধী প্রচারণা চালাবে। প্রতিষ্ঠানগুলো হলো- এমসি কলেজ, মদন মোহন কলেজ, অগ্রগামী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, সরকারী মহিলা কলেজ, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ, রাজাজিসি স্কুল এন্ড কলেজ, অগ্রগামী সরকারী বালক বিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল কলেজ, দক্ষিণ সুরমা সরকারী কলেজ, শাহজালাল স্কুল এন্ড কলেজ, হাজী আব্দুস সাত্তার হাই স্কুল এন্ড কলেজ, শাহ খুররম ডিগ্রী কলেজ এবং বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ। প্রচারের সময় আসামী মাদক সহ পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার কথাও শেয়ার করবে।
প্রবেশন কালীন আসামী মহান মুক্তিযুদ্ধের উপর লিখিত দুটি বই (১। একাত্তরের দিনগুলো-জাহারা ইমাম ও ২। একাত্তরের ডাক মুক্তিযোদ্ধাদের উপর লেখা); ইসলাম ও নৈতিকতার উপর লিখিত ২টি বই পড়বে এবং দুটি সিনেমা যথাক্রমে- আগুনের পরশমনি, ওরা ১১জন দেখবে। এছাড়াও আসামী আব্দুর শুকুর প্রবেশনকালীন পরিবেশের উপর দায়িত্বশীল হিসেবে ২টি বনজ ও ৩ ফলজ মোট ৫ টি গাছ রোপণ করবে।
প্রবেশনের উল্লেখিত কোন শর্ত ভঙ্গ করলে বা সংশ্লিষ্ট রিপোর্ট সন্তোষজনক না হলে আসামী আব্দুর শুকুরকে ১বছর কারাদন্ড ভোগ করতে হবে। আর যথাযথ শর্ত পূরণ করলে এই দন্ড তার চাকরিসহ ভবিষ্যৎ জীবনে কোনরূপ অযোগ্যতা হিসেব গণ্য হবে না বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। (খবর সংবাদদাতার)