হেমন্তের রূপ

33

জিল্লুর রহমান পাটোয়ারী

খুকি আঁকে হেমন্তের রূপ,
গাঁয়ের একটি ছবি –
শীত সকালের দুর্বা ঘাসে,
হাসে আকাশের রবি।

হেমন্তের রূপ শীতের ছোঁয়া,
পাকা ধানের মাঠে –
খুকি আঁকে ছোট্ট হাতে ঐ,
মাঝি খেয়া ঘাটে।

সারি বাঁধা নৌকা আঁকে খুকি,
সাদা বকের ঝাঁক –
নদীর ধারে বসে আছে,
কালো দুইটি কাক।

ছবি আঁকে খুকি বসে,
রঙ পেন্সিলে খাতায় –
ছোট্ট খুকি ভাবে মনে,
বুদ্ধি নিয়ে মাথায়।