যায়না এখন দেখা

33

রেজাউল রেজা

সকালের সেই দৃশ্যগুলো যায়না এখন দেখা,
বাদ ফজরে মক্তবেতে হয়না কুরআন শেখা।

সাত সকালে পোড়ের পাড়ে হয়না আগুন পোহা,
ধানের বদল ভাপা পিঠা দেয়না এখন জোহা।

আগের মত পিঠার মেলা বসেনা আর গাঁয়ে,
এখন তো ভাই বার্গার,পিৎজা মোদের ডানে-বাঁয়ে!

খেজুরের রস বেচতে এখন কেউ আসেনা বাড়ি,
রসে ভরা থাকেনা আর রসওয়ালাটার হাড়ি।

সেই দিনগুলো হারিয়ে গেল বাঙালীর ঘর থেকে,
অসুস্থ সব সংস্কৃতি বসল কাঁধে জেঁকে!!