ভেবে ভেবে বিভোর হয়ে যাই

52

নেছার আহমদ নেছার

যেদিন আকাশটা অন্ধকারে ঢেকে যায়
ঝর ঝর অবিরাম বৃষ্টি ঝরে-
পাখিরা কলরবে ছুটে আসে হাওর বিলডোবা থেকে
তখন আমার উদাস আঁখি মেলে
জীবনের সমস্ত স্মৃতির ভীড়ে রূপায়িত একটা
স্বপ্নময় জীবনের সাড়া খুঁজে পাই।

নীলাভ আকাশটা যখন কালো হয়ে আসে
কেন জানি স্রষ্টার নিগূঢ় কৌশল ভেবে ভেবে
বিভোর হয়ে যাই-
বুকের মাঝে ঝড়ো হাওয়ার মতো
শিহরণ আসে– হাহাকার আসে
এই পৃথিবীর কান্না হাসির অজস্র অনুভবে।

সত্ত্বায় জড়িয়ে থাকা অনেক স্বপ্নের প্রাচুর্যতায়
চাওয়া-পাওয়ার একাগ্রতায়
কেবলি শিহরণ অনুভবে আর ভেবে ভেবে
বিভোর হয়ে যাই।