১৩৮৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

স্টাফ রিপোর্টার :
সিলেটে র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ১৩৮৯ পিস ইয়াবাসহ ৩ কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারের প্রেরণ করেছে পুলিশ।
এরআগে রবিবার গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জ, কাস্টঘর ও সোবাহানীঘাট এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।
র‌্যাব জানায়, রবিবার বিকেলে র‌্যাব-৯ এর একটি দল জকিগঞ্জের মরিচা এলাকায় অভিযান চালিয়ে ৭৮৩ পিস ইয়াবা মাদক কারবারি সোহেলকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল কানাইঘাট থানার নিজদলইকান্দি গোলালপাড়া গ্রামের নুরুল হকের পুত্র। এ ঘটনায় থানায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।
অপরদিকে রবিবার কাস্টঘর এলাকা থেকে ৪৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুলাল মিয়ার ওরফে পাখি মিয়াকে (৪৫) গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত পাখি মিয়া দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার মৃত সৈয়দ মিয়ার পুত্র। এ ঘটনায় থানায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। এছাড়া র‌্যাবের আরেকটি অভিযানকারী দল সোবহানীঘাট এলাকা থেকে ১৪৬ পিস ইয়াবাসহ দুলাল হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুলাল কোতোয়ালি থানার মিরাবাজার এলাকার জানু মিয়ার পুত্র। এ ঘটনায় থানায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, রবিবার র‌্যাব পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৩৮৯ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি ও জকিগঞ্জ থানায় মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব।