সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার সকালে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কুদ্দুসের নেতৃত্বে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকেরের হাতে তারা পদত্যাগপত্র জমা দেন।
আব্দুল কুদ্দুস জানান, ‘তৃণমূলে গ্রহণযোগ্যতা না থাকা সত্ত্বেও গত ৫ নভেম্বর তাদের স্বপদে বহাল রেখে আবার কমিটি ঘোষণা করা হয়। এক্ষত্রে দলীয় গঠনতন্ত্র বা গণতন্ত্র কোনো কিছুই অনুসরণ করা হয়নি। কমিটিতে ব্যাপক স্বজনপ্রীতি ও একজন প্রভাবশালী নেতার লোকদের প্রাধান্য দেয়া হয়েছে। জেলা কমিটির প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। তাদের চাপ সৃষ্টি করে কমিটি ঘোষণা দেয়া হয়েছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তাদের পদত্যাগপত্র দপ্তর সম্পাদকের কাছে জমা রয়েছে।’
এর আগে সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির ৯৬ জন নেতাকর্মী পদত্যাগ করেছিলেন। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের মধ্যে বিরোধের জের ধরে এই পদত্যাগের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।