আমার বাড়ি :
আমার বাড়ি শান্তির নীড়
আমি বলি ভাই
বাড়ি মধ্যে থাকলে আমি
শান্তি খুঁজে পাই।
বাড়ির সামনে ছোট পুকুর
বাসের একখানা ঘাট
ঘাট পেরিয়ে দেখতে পাই
ফসলে ভরা মাঠ।
বাড়ির পেছনে ছোট বিল
মাছ করে খেলা
সকাল বেলা উঠে দেখি
বসে পাখির মেলা।
বর্ষা হলে আমার গ্রামে
নৌকা হেলেদুলে
নৌকার মাঝি পাল তুলে
বাউল গান ধরে।