মঞ্জুর মোর্শেদ রুমন
ছোট্ট সোনা হঠাৎ সেদিন
প্রশ্ন করে মা কে,
উদোম গায়ে রাস্তার ধারে
ওরা কেন থাকে।
শীত কুয়াশা ভোরের বেলা
শিশির কেমনে মাখে,
রোগে শোকে অবহেলায়
কেমনে আল্লাহ রাখে।
কম্বল বিনে তীব্র শীতে
কীভাবে রাত কাটে,
কেমন করে নগ্ন পায়ে
রাস্তা ঘাটে হাঁটে।
করুণ সুরে মা হেসে কয়
বাবা মা নেই যাদের,
রাস্তা কিংবা অলিগলি
ঠিকানা হয় তাদের।