শাবিতে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রুপে উত্তেজনা

97
শাবিতে ক্রিকেট খেলা নিয়ে দু’গ্রুপের অবস্থান।

শাবি থেকে সংবাদদাতা :
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই গ্র“পের মাঝে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ স¤পাদক ইমরান খান ও সাংগঠনিক স¤পাদক রনি-সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক সাখাওয়াত হোসেনের সমর্থকরা জড়িয়ে পড়ে। বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ ঘটনার সূত্রপাত হয়।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে এ ঘটনায় উভয় গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় ইমরান খানের একজন কর্মী আহত হয়েছে বলে জানা যায়।
সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
সাধারণ স¤পাদক ইমরান খান বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ডিপার্টমেন্টের খেলাকে কেন্দ্র করে কোন্দল। ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত নয়, যদি জড়িত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ।
শাহপরাণ হলের প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসাইন জানান, হলের পরিস্থিতি এখন শান্ত আছে।