কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে বিশেষ ঋণ সুবিধা/প্রণোদনা প্রাপ্তির লক্ষ্যে ২৪ আগষ্ট সিলেট চেম্বার কার্যালয়ে সিলেট জেলা এসএমই ঋণ প্রদান সংক্রান্ত উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ৫ সদস্য বিশিষ্ট উপ-কমিটির সভায় উপস্থিত ছিলেন শিসকে, বিসিক, সিলেট এর উপ-মহাব্যবস্থাপক ও এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির সদস্য-সচিব সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ, সিলেট চেম্বার এর সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, বাংলাদেশ ব্যাংকের পক্ষে যুগ্ম পরিচালক মোঃ মোজতবা রুম্মান চৌধুরী, সোনালী ব্যাংক লি: এর পক্ষে ডি.জি.এম মোঃ এমরান উল্লাহ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষে পরিচালক লুবানা ইয়াছমিন ও শামসুন নাহার। উক্ত সভায় প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন ঋণ সুবিধা ও সৃষ্ট জটিলতা সম্পর্কে আলোচনা করা হয়। এর প্রেক্ষিতে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ ঋণ প্রাপ্তিতে কোন জটিলতা বা সমস্যায় পতিত হলে সে বিষয়ে উক্ত উপ-কমিটির কাছে লিখিত আবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ সময় আরোও উপস্থিত ছিলেন বিসিক এর সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাসেল ভূঁইয়া, এসসিসিআই এর সচিব গোলাম আক্তার ফারুক, এসডব্লিউসিসিআই এর সচিব পারমিতা দাস তৃষা প্রমুখ। বিজ্ঞপ্তি