খাদ্য

38

পিযুষ চক্রবর্তী

ক্ষুধা নিবারণে প্রতিনিয়ত মোরা খাদ্য খাই
মাছে-ভাতে বাঙালি নারী-পুরুষ সবাই
বাঁচা-বাড়ায় খাদ্য ছাড়া উপায় নাই
খাদ্য ব্যতিত সুস্থ দেহে সুস্থমন হবে কি ভাই
মৌলিক অধিকারে প্রথমেই অন্নচাই
মাছ-মাংস, শাকসবজি, ফলমূল, দুধ ও ডিম
সব খাবারেই পুষ্টি আছে জানে না ছোট্টমণি
রাসায়নিক পদার্থ যুক্ত খাদ্যে কারোই রক্ষা নাই
অধিক মুনাফায় খাদ্যে ভেজালের প্রয়োজন নাই
মানবসেবায় নির্ভেজাল খাদ্যের তুলনা নাই
আমি-তুমি সে খাদ্য খেয়ে বাঁচে সবাই
বিবেক বুদ্ধি সম্পন্ন শ্রেষ্ঠ জীব মানুষতো সবাই
এসো ফরমালিন মুক্ত পরিচ্ছন্ন খাবার খাই।