হেমন্তটাই মূল

32

মোসা: সামিমা বেগম

ছয়টি ঋতুর সেরা ঋতু
হেমন্তটা জোশ,
হিম-শীতলে মনমাঝিটা
থাকে যেন খোশ।

চলতে-ফিরতে, খেতে-পরতে
ভালো লাগে বেশ,
এই সময়ে সবার প্রাণে
জাগে রঙের রেশ।

হেমন্তটা দুষ্টু ভারি
গা করে শিন শিন
সকাল-সন্ধ্যা হিম-কুয়াশা
বলে কাপড় কিন।

হাসিমুখে তুলবে কৃষক
গোলা ভরা ধান,
রাতের বেলায় শুনবে তারা
যাত্রা-পালা গান।

নতুন ধানের পিঠা-পুলি
খেতে পড়ে ধুম,
সেই খুশিতে মা-চাচীদের
নেই যে চোখে ঘুম।

খায় যে চুমু ভোরের শিশির
ফুল পাতা ও ঘাস,
গন্ধ ছড়ায় শিউলি ফুলে
বাড়ির চারিপাশ।

সারাবছর সন্ধ্যায় ফোটে
রজনীগন্ধা ফুল,
ষড়ঋতুর এদেশে ভাই
হেমন্তটাই মূল।