গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সিলেট জেলার সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উপস্থিত ছিল। জরিমানার সময় ভোক্তা অধিদপ্তর সচেতনতার জন্য ব্যবসায়ীদের মাঝে আইনের বিভিন্ন অপরাধের জরিমানার প্রচার পত্র বিলি করে। অভিযান চলাকালে গোলাপগঞ্জ পৌরশহরের রাজহমল মিষ্টি দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ অমোচনীয় কালিতে না থাকায় ৮হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জাকির ডিস্ট্রিবিউটর নামক মুদি দোকানে অনুমোদনহীন বন, টোষ্ট বিস্কুটের প্যাকেটে মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা থাকার কারণে তিন হাজার টাকা, সেবা রেস্টুরেন্টে অপরিষ্কার রান্নাঘরও খাবার ঢেকে না রাখার কারণে তিন হাজার টাকা, বেলাল ফার্মেসীতে ডাক্তারের জন্য বরাদ্দকৃত স্যাম্পল ঔষধ ও মেয়াদোত্তীর্নে তারিখ ছাড়া ঔষধ রাখার দায়ে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।