কুলাউড়ায় মাদরাসার গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যান

32

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর মাসুক মিয়া ইবতেদায়ী মাদরাসার ৮০ টি আকাশি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজানের বিরুদ্ধে।
এ ব্যাপারে মাদরাসার সুপার বরদ উদ্দিন আহমদ তালুকদার বাদী হয়ে কুলাউড়া থানা ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজান গত ৪ নভেম্বর সকালে ১০-১২ জনকে নিয়ে মাসুক মিয়া ইবতেদায়ী মাদরাসায় প্রবেশ করে মাদরাসার জমি দখলের চেষ্টা করেন। এ সময় মাদরাসার শিক্ষকরা বাধা দিলে তিনি মাদরাসার সৌন্দর্য্য রক্ষার্থে রোপনকৃত আকাশমনি, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির ৮০ টি গাছ কেটে নিয়ে যান। পরে মাদরাসার সুপার বরদ উদ্দিন আহমদ তালুকদার বাদী হয়ে কুলাউড়া থানা ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজানের সঙ্গে তার ব্যবহৃত মুঠো ফোন (০১৭১১৬৬৯৭২৬) নাম্বারে ৭ নভেম্বর বিকেল ৫ টায় একাদিক বার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেন নি।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ (৭ নভেম্বর) বুধবার বিকেলে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।