কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন দেবে না। এছাড়া রোহিঙ্গা সহিংসতার জন্য দায়ী মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সোমবার সন্ধ্যায় (২২ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস একথা বলেন।
এলিস ওয়েলস চারদিনের সফরে শনিবার (২০ অক্টোবর) বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
এলিস ওয়েলস বলেন, জনমতের প্রতিফলন ঘটে এমন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন দেবে না।
এক প্রশ্নের উত্তরে এলিস বলেন, বাংলাদেশের নির্বাচনী জোট নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তবে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতে পারি।