ভাবনা :
ভাবছে লোকে কতকিছু
ভাবতে লাগে বেশ
দেশের তরে ভেবে ভেবে
নেতার জীবন শেষ।
ভাবেন কবি সাহিত্যিকে
দেশের যতো নীতি
ভাবনা নিয়ে গীত্যকারে
লিখেন কতো গীতি।
ভাবার গাঁথা শুনতে হলে
ভাবের দেশে যাও
এতো ভাবা নিত্য ভাবি
এসব তবে ফাও?
ভাবনাগুলো পাবনা গিয়ে
হেমায়েতপুর কয়
পাগল আমি হয়ে গেলাম
মনেরমাঝে ভয়!