কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং উপজেলা পরিষদ সংলগ্ন একটি ষ্ট্যাম্প ভান্ডারে অভিযান চালিয়ে ১০টাকা মূল্যের ১০টি কোর্ট ফি জব্দ করেছেন। মঙ্গলবার দুুপুর ১টার দিকে নকল ১০টার কোর্ট ফি জহির ষ্ট্যাম্প ভান্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করা হচ্ছে জেনে সেখানে অভিযান চালিয়ে ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং এসব কোর্ট ফি জব্দ করেন। তিনি জানিয়েছেন জব্দকৃত কোর্ট ফি গুলি নকল বলে তার কাছে মনে হচ্ছে। ট্রেজারীর মাধ্যমে যাচাই বাছাই করার পর জব্দকৃত কোর্ট ফি গুলো নকল হলে ষ্ট্যাম্প ভান্ডারের মালিক জহির উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
জানা গেছে দীর্ঘদিন ধরে জমির দলিল ও নানা কাজে কোর্ট ফি সহ নকল কার্টিজ পেপার কানাইঘাটে একটি চক্র বিক্রি করছে। এতে সরকার বড় ধরনের রাজস্ব হারাচ্ছে।