বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা আজ

35

কাজিরবাজার ডেস্ক :
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা।
অবশ্য এবারের পূজার তিথি (পঞ্চমী তিথি) আগেই শুরু হওয়ায় বুধবারও দেশের অনেক জায়গায় সাড়ম্বরে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টায় সরস্বতী পূজার তিথি (পঞ্চমী তিথি) শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত এই তিথি রয়েছে। এ হিসেবে এবারের সরস্বতী পূজা বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও উদ্যাপিত হচ্ছে।
ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যয় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত।
এর আগে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। পরে তীব্র আন্দোলনের মুখে নির্বাচন কমিশন এই নির্বাচনের ভোটগ্রহণের তারিখ দু’দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি পুনর্নিধারণ করে। সরকারও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি আজ বৃহস্পতিবার পুননির্ধারণ করে। অবশ্য আগেই সরস্বতী পূজার তারিখ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি সভা করে বাংলা লোকনাথ ও নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকামতে বৃহস্পতিবার সরস্বতী পূজা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিল।
সরস্বতী পূজা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস্বতী পূজা উপলক্ষে বাণী দিয়েছেন। পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁরা।