একটি মেয়ে ফুল :
ঝড়ের বেগে ছুটছে মেয়ে ফুল
কানে গুঁজে জবা ফুলের দুল
মেরুন রঙা জামা তারই গায়
ছুটছে ফুল পায়ে পায়ে পায়।
চুল উড়িয়ে দুল ঝুলিয়ে যায়
পিছন থেকে ডেকে মরে মায়
ভারি চঞ্চল এই কিশোরীর মন
খেলাধূলায় কাটে সর্বক্ষণ।
হাসি ফুলের পুর্ণিমার এক চাঁদ
বুড়ো গুঁড়ো আটকানো সে ফাঁদ
ফুল হেসে যায় কুলকুলিয়ে রোজ
ফুলের হাসি করে লোকে খোঁজ।