কানাইঘাটে নকল ভ্যাটের কাগজ মোড়ানো সিগারেট উদ্ধার

68

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ভ্যাটের স্টীকার পেকেটে লাগিয়ে কানাইঘাট বাজারে কম দামে পার্টনার সিগারেট বিক্রি করার সময় ২৩ প্যাকেট ২০সলাকার সিগারেট আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কানাইঘাট বাজারে মোবাইল কোর্ট করতে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং। এসময় তিনি একটি মুদি দোকানে অভিযান চালিয়ে নকল ভ্যাটের কাগজ মোড়ানো ২৩ প্যাকেট সিগারেট জব্দ করেন এবং কম দামে সিগারেট বিক্রি করায় দোকানীকে মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩শ টাকা জরিমানা করেন। ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন ১ প্যাকেট ২০ সলার পার্টনার সিগারেটে প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে ৭০ টাকা। ৭০ টাকা মূল্যের পার্টনার সিগারেটের প্রতি প্যাকেটে সরকার ৪৯ টাকা ভ্যাট পেয়ে থাকে। কিন্তু এ সিগারেট কোম্পানীর লোকজন সরকারের ভ্যাট ফাকি দিতে তাদের সিগারেটের প্যাকেটের গায়ে অবিকল নকল ভ্যাটের লেবেল লাগিয়ে কম দামে কানাইঘাট বাজারে ৩৮ টাকা মূল্যে দোকানদারদের কাছে সিগারেটের প্যাকেট বিক্রি করছে আর দোকানীরা সেটা ক্রেতাদের কাছে ৪০ টাকা ধরে বিক্রি করছেন। যা শাস্তিযোগ্য অপরাধের সামিল। অপর দিকে ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালানোর অপরাধে এক ক্যারিকাপ গাড়ী চালক কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে নগদ ৫শ টাকা জরিমানা করেন।