আশুরা

57

রমজান আলী রনি

আশুরারও কথা শুনি
সবার মুখে ভাই
তার-ই চেয়ে মহৎ কোনো
ইবাদত আর নাই।

কালো কাপড় গাঁয়ে পড়ে
ইবাদতে রত
সারাবিশ্বে মুসলমানও
রয়েছে ঠিক যত।

হুসাইনের গলায় চালায়
কাফের শিমার ছুরি
শহীদ হলো কারবালাতে
উড়ে শোকের ঘুড়ি!

মহরমের দশ তারিখে
আকাশ হলো ভারী
হুসাইনের সঙ্গী সকল
স্বর্গে দিলো পারি।