২০ দলীয় জোটের শীর্ষনেতা, জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব বুধবার দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাঁর উস্তাদ নিখিল ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা শায়খে বাঘা হযরত বশীর আহমদ রহ.’র কবর জিয়াত করেন। পরে মাদরাসায় এডভোকেট রকিবের সফলতা কামনা করে শিক্ষক ও ছাত্রগণ বিশেষ মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার পরিবেশবাদী নেতা আব্দুল লতিফ সরকার, শায়খুল হাদীস মাওলানা কয়েছ আহমদ।
পরে রানাপিং মাদরাসা ঠিকারপার সহ আশপাশ এলাকায় মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি নেতা এম. সিরাজুল ইসলাম, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াছ বিন রিয়াছত, মাওলানা আব্দুর রহিম, মাওলানা নাসির উদ্দিন, গোলাপগঞ্জ থানার শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পৃথক মতবিনিময় সভায় এডভোকেট রকিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। জনগণ শহীদ জিয়া আদর্শে উদ্ভাসিত হয়ে সিলেট-৬ আসনে ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। জনগণের ভোটের মাধ্যমেই মুক্তি পেয়ে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবেন। বিজ্ঞপ্তি