তাহিরপুরে বিএনপি’র সেক্রেটারীসহ ৭জন আটক

41

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সরকার বিরোধী গোপন বৈঠককালে তাহিরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ের পিছনে বৌলাই নদীর পাড়ে একটি পরিত্যক্ত বাড়ী থেকে থানা ওসি তদন্ত আসাদুজ্জামান হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সরকার বিরোধী গোপন বৈঠককালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, সাধারন সম্পাদক এমদাদুল হুদা, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক সাজিদুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য কামাল পাশা ও নবাব হোসেন কে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০/৫০ জন নদী সাঁতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাহিরপুর থানার ওসি নন্দন কুমার ধর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আনিসুল হকের সমর্থক এবং বিএনপির মাঠপর্যায়ের সক্রিয় নেতাকর্মী বলে জানা যায়। তাদেরকে আটক করানোর নেপথ্যে প্রতিপক্ষ একটি গ্র“পের হাত রয়েছে বলে বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা মনে করেন।