প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান

24

কাজিরবাজার ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। দেশটির প্রেসিডেন্ট ভবনে শনিবার সকালে তাকে শপথ করান প্রেসিডেন্ট মামনুন হুসাইন।
রাজনীতিতে প্রবেশের দুই দশক পরে শনিবার সকালে দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজের ক্রিকেট জীবনের তিন ভারতীয় বন্ধু নভোজিত সিং সিধু, সুনীল গাভাস্কার ও কপিল দেবকেও আমন্ত্রণ জানান ইমরান। তবে তাদের মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শুধু নভজোত সিং সিধু। দেশটির সামরিক বাহিনীর প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা ও তার স্ত্রী বুশরা ইমরানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভিবাদন জানান পাকিস্তানের ফার্স্ট লেডি বুশরা ইমরান।
শুক্রবার পাকিস্তান এমএলএন প্রার্থী শাহবাজ শরিফকে বড় ব্যবধান হারিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার একদিন পরই শপথ নিলেন তিনি।
গত মাসে দেশটির জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়ে জয় পায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইমরানের সরকার গঠন নিয়ে সংশয় ছিলো। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের মসনদে বসলেন ইমরান। গত মাসে নির্বাচনে জয়ের পরই সরকার গঠনের প্রস্তুতি গ্রহণ করেন ইমরান।