সিলেটের মানুষ ব্যালটের মাধ্যমে জুলুম নির্যাতনের জবাব দিবে – এড. ফজলুর রহমান

122

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা। শুক্রবার (২৭ জুলাই) দিনব্যাপী গণসংযোগ শেষে বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে ধানের শীষ সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি এডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এম. সাইফুর রহমান।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা মোহাম্মদ আলী, মহানগর জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সাবেক মহানগরের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী আহমদ, যুব নেতা মাওলানা ফয়সল আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, সৈয়দ শুয়াইব আহমদ, আব্দুল আহাদ আল আতিক, কাওছার আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফরহাদ আহমদ, মহানগর সভাপতি মো. লুৎফুর রহমান, ছাত্রনেতা আব্দুল হামিদ খান, হাফিজ আব্দুল করিম দিলদার, এরশাদ খান আল হাবিব, আতিকুর রহমান, শিব্বির আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি এডভোকেট ফজলুর রহমান বলেন, যারা হেফাজতে ইসলামের নিরীহ আলেম ওলামাদের রাতের আধারে বাতি নিভিয়ে নির্যাতন ও হত্যা করেছে তাদেরকে ৩০ তারিখের ভোটের মাধ্যমে সমুচিত জবাব দিবে। সিলেটের আলেম সমাজ সহ ধর্মপ্রাণ মানুষ আজ আরিফুল হক চৌধুরী তথা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। কোন হুমকি ধমকি আমাদের ২০ দলীয় প্রার্থীর বিজয় ঠেকাতে পারবে না। সিলেটের মানুষ অন্যায়কে প্রশয় দেয় না। ৩০ তারিখেও যারা আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে আলেম সমাজ সহ সর্বস্তরের জনগণ রুখে দাঁড়াবে। তিনি বলেন, আজ সারাদেশ হত্যা গুম রাহাজানি ছিনতাই ডাকাতি সহ দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সরকারের কাছে মানুষের জানমালের নিরাপত্তা নেই। একমাত্র কারণ এ সরকার অনির্বাচিত ও ভোটার বিহীন। তিনি আরিফুল হক চৌধুরীকে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে আরো বেগবান করার জন্য নগরবাসীকে আহ্বান জানান। বিজ্ঞপ্তি