সিলেটে শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব কর্মসূচির সমাপ্তি

28

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ৩৫টি শতবর্ষী নাট্যমঞ্চে আবারও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে ‘বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্য-উৎসব ২০১৯’ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সিলেটে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ২৮ মার্চ বিকাল ৫টায় বন্দর বাজারস্থ ব্রহ্ম মন্দিরে ‘বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব ২০১৯’ কর্মসূচির সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসলাম উদ্দিন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শ্রীহট্ট ব্রহ্ম সমাজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য; সম্পাদক এডভোকেট বিজয় বিশ^াস; সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী। আলোচনা পর্বের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
আবু বকর মো. আল আমিনের সঞ্চালনায় আলোচনা পর্ব শেষে থিয়েটার মুরারিচাঁদ ‘লেবার লাইন হল্ট’; থিয়েটার সিলেট ‘আদিম পৃথিবীর আহ্বান’; থিয়েটার একদল ফিনিক্স ‘শিকল’ এবং জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরী নাট্যদল ‘ঘরের শক্রু’ নাট্য প্রযোজনাসমূহ পরিবেশন করেন।
উল্লেখ্য যে গত ১৩ মার্চ বিকাল ৫:৩০টায় সারদা স্মৃতি ভবন সংলগ্ন (ক্ষীরোদ মেমোরিয়াল স্টেজ) কীন ব্রীজ চত্ত্বরে ‘বাংলাদেশের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব ২০১৯’ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছিল। এরপর ১৪ মার্চ সকাল ১১টায় মণিপুরী রাজবাড়ী নাট মন্দির এবং বিকাল ৫টায় মালনীছড়া চা বাগান নাট মন্দিরে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি