স্টাফ রিপোর্টার :
শহরতলীর খাদিমের দাসপাড়ায় দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে শাহপরান থানার চকগ্রামের শামীম আহমদের বসতঘরে এ ঘটনা ঘটে। ২ সন্তানের জনক শামীম আহমদের স্ত্রী আহত কুলসুমা বেগামকে (৩৮) উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ওসিসি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ২ সন্তানের জননী কুলসুমা বেগমের ভাই ইসমাইল আলী অভিযোগ করে বলেন, বোনের সুখ-শান্তির কথা চিন্তা করে প্রথমে শামীম আহমদ টাকা-পয়সা দিয়ে তারা বিদেশ পাঠান। এক পর্যায়ে ২ আড়াই বছর আগে বিদেশ থেকে দেশে ফিরেন শামীম। এর পর তিনি বেকার হয়ে পড়লে তাকে বটেশ্বর একটি মুদির দোকান খোলে দেয়া হয়। সেটাও ফেল করে পিতার বাড়ি থেকে টাকা-পয়সা এনে না দেয়ায় প্রায়দিন মারধর ও দ্বিতীয় বিয়ের জন্য বোনকে নির্যাতন করে আসছিল শামীম আহমদ। গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে এর জের ধরে শামীম তার স্ত্রী কুলসুমাকে বেদড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।