জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

28

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু ঘটেছে। নিহত কৃষক উপজেলার রসুলপুর গ্রামের মৃত তবই আলীর ছেলে নামর আলী (৫০)।
জানা গেছে, বুধবার ভোরে নামর আলী বাড়ির অদূরে ক্ষেতের কাজে গেলে মাটিতে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক লাইন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
প্রতিবেশীর আব্বাস জানান, বাড়ির অদূরে ক্ষেতের জমিতে বৈদ্যুতিক লাইনটি দীর্ঘদিন থেকে ঝুলে ছিল। ভোরে নামর আলী তার জমির উপরে পড়ে থাকা লাইন সরাতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎ¯স্পৃষ্ট হয়ে মারা যান।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এলাকাবাসী এ ঘটনাটি বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে ঘটেছে উল্লেখ করে তারা বিদ্যুৎ বিভাগের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। এ ব্যাপারে জকিগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ইসহাক আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু ঘটেছে এ কথা সঠিক নয়। শুনেছি বিদ্যুতের খুঁটি টানা দেয়ার তারে তার লাশ পাওয়া গেছে। খুঁটি টানা দেয়ার তারে কখনো বিদ্যুৎ সংযোগ থাকেনা। কৃষককের মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য থাকতে পারে।