ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা ॥ সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সিলেট প্রেসক্লাব নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে

36

রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার নগরীর সুবিদ বাজারস্থ প্রেসক্লাব ভবনে ইফতার মাহফিলে অংশ নেন সিলেটের সর্বস্তরের সুধীজন ও ক্লাবের সদস্যবৃন্দ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। রহমত, মাগফেরাত ও নাজাতের এ মাসে আমাদের মধ্যে সৃষ্টি হয় সম্প্রীতির বন্ধন। তিনি বলেন, সিলেটের শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে সর্বস্তরের এবং সকল পেশার মানুষের মধ্যে বন্ধনের সৃষ্টি করে। অনৈক্য, বিভাজন পরিহার করে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সিলেট প্রেসক্লাব তার ঐতিহ্যের পথ ধরে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি ইফতার মাহফিলে অংশ নেয়ায় আগত সকল অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক মো: মতিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, এসএমপির ডেপুটি কমিশনার মো. রেজাউল করিম, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আহাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম, র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি মো. মনিরুজ্জামান, এসএমপির মিডিয়া কর্মকর্তা এডিসি মো. আব্দুল ওয়াহাব, নগর জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী আব্দুর রব, সিলেটের বিশেষ পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইকবাল কবির, কলামিস্ট আফতাব চৌধুরী, এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, আইএফআইসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মো. ইলিয়াছ আলী, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হোসাইন আহমদ প্রমুখ। মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনামুল হক জুবের ও এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি আজিজুল হক মানিক, মোহাম্মদ বদরুদ্দোজাজা বদর, আতাউর রহমান আতা ও আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. ফয়ছল আলম, শুয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ। বিজ্ঞপ্তি