আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামীলীগের নয়, সমগ্র জাতির জন্য তিনি এক অমূল্য সম্পদ। বঙ্গবন্ধু একটি ইতিহাস, বাঙালি জাতির অস্তিত্বের এক অন্য নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য রাজনীতি করে মানুষের মনে নিজের আসন তৈরি করেছেন। তেমনি করে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিশে^র মানুষের কাছে বাংলাদেশকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। সোনার বাংলা গড়তে তাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিঞার সভাপতিত্বে গতকাল শনিবার নগরীর উপশহরস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ও প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালিক চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ও প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বিশে^ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর রাজনীতির মূলমন্ত্র মানুষের উপকার নীতিকে প্রাধান্য দিতে হবে। তবেই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়া তুলা সম্ভব হবে।
শাখার সহ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
শাখার সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড এম রওশন জেবীন, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, মৌলভীবাজার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এম কে মুহিত রাজা, ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সেলিম খান, সুনামগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পীর আব্দুল হাই, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, অধ্যক্ষ ফজলুল হক, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, ৪নং খাদিমপাড়া ইউপির চেয়ারম্যান এডভোকেট আফছর খান, চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু। সভায় শাখার কার্যকরী পরিষদ সদস্য, নির্বাহী সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্দুল্লাহ আল মামুন। বিজ্ঞপ্তি