স্টাফ রিপোর্টার :
থানায় জিডি করা নিয়ে ভোগান্তি এড়াতে এসএমপি কোতোয়ালী থানা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। চালু করেছে ফ্রি সাধারণ ডায়রি (জিডি) সার্ভিস। এরফলে থানায় কর্তব্যরতরাই বিনামূল্য কম্পউটার টাইপ করে জিডি লিখে দেবেন সেবাগ্রহিতাকে। কোতোয়ালি থানার সিনিয়র সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগীর এ উদ্যোগ করেছেন। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেবাগ্রহিতারাও।
কোতয়ালি থানা সূত্র জানায়- চলতি বছরের ৩ আগস্ট থেকে কোতয়ালি থানায় কম্পিউটার টাইপিং’সহ সাধারণ ডায়রী প্রথা চালু হয়েছে। এ পর্যন্ত সেবাটি পেয়েছেন প্রায় ৭৬৩ জন ভূক্তভোগি। তারা বিনা খরচে জিডি করেছেন কোতয়ালি থানায়। এ সেবা কেবল কোতোয়ালি থানায় চালু রয়েছে। সেবা প্রদানে কাজ করছেন কম্পিউটার অপারেটর পলাশ ভট্টাচার্য, শাহজালাল, মান্না দেব, ও মহিলা শাহীনা বেগম। পুরুষ কনস্টেবলদের পাশাপাশি নারীদের সুবিধার্থে মহিলা কনেস্টবলও রাখা হয়েছে। কোন নারী যাতে থানায় এসে তথ্য দিতে বিব্রতকর অবস্থায় না পড়েন, তার জন্য এ উদ্যোগের কথা জানায় কোতয়ালি পুলিশ। দ্রুত সেবা প্রদানের জন্য ইতিমধ্যে সেবা দানকারীদের ল্যাপটপ ই-প্রিন্টার, কাগজসহ যাবতীয় উপকরণ দেয়া হয়েছে। এমন সেবা এসএমপির অন্যান্য থানায়ও চালু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সেবাগ্রহিতারা।
কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর জানান- থানায় আগত ব্যক্তিদেরকে উন্নত পুলিশি সেবা দেয়ার লক্ষ্যেই বিনা খরচে জিডি লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। থানায় অভিযোগ নিয়ে এসে কোন ব্যক্তি যাতে দালাল চক্রের হাতে না পড়েন তার জন্য কোতোয়ালি থানায় বিভিন্ন ধরনের সেবমূলক সার্ভিস চালু করা হয়েছে। এই সার্ভিসের জন্য বিভিন্ন জায়গায় লোক মোতায়েন করা রয়েছে। তিনি আরো জানান, জনগণ জানেন না কিভাবে জিডি লিখতে হয়। আমরা তাকে এর নমুনা দেখাই। নিখোঁজ, মোবাইল হারানো, বিভিন্ন দলিল পত্র হারানো, জাতীয় পরিচয় পত্র, সার্টিফিকেট হারানোসহ ইত্যাদি বিষয়ে জিডি নির্ভুলভাবে টাইপিং করে স্বাক্ষর নিয়ে ডিউটি অফিসার দ্বারা লিপিবদ্ধ করা হয়।