শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদের স্ত্রী সেলিনা আহমদ অনু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, পিতামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মসজিদে নামাজে জানাযা শেষে মাজার সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে : শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদের স্ত্রী সেলিনা আহমদ অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিক্ষামন্ত্রী বলেন, চৌধুরী মুফাদ আহমদের স্ত্রী সেলিনা আহমদ অনুর মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয় তাদের পরিবারের এক সদস্যকেই হারালো। স্বামীর অনুপ্রেরণার উৎস হিসেবে বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে সেলিনা আহমদেরও অবদান রয়েছে। শিক্ষামন্ত্রী মরহমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি