বড়লেখা থেকে সংবাদদাতা :
বিশ্বকাপ ফুটবল খেলা মাসেক দিন বাকি থাকলেও বড়লেখার দোকানে দোকানে ও দর্জি ঘরগুলোতে বিভিন্ন দেশের পতাকা বানাতে দর্জি দোকানিদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কোন কোন দর্জি ঘরে একশত হাত লম্বা কোন দোকানে তার চেয়ে অধিক লম্বা পতাকা বানাতে দেখা গেছে। এসব দর্জি দোকানি অনেক মালিকরা জানান সামনে ঈদ তাই কিছুদিন পর ঈদের কাপর বানাতে হবে তাই আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিলের সমর্থকরা আমাদের চাপ দিচ্ছে তাদের পছন্দ দেশের পতাকা বানাতে তাগিত দিচ্ছে বলে জানান। অনেকে বিভিন্ন বাড়ীর ছাদে তাদের পছন্দের দেশের পতাকা লাগিয়েছে। কাঠাঁলতলী শেওরাডিগার একি পরিবারের বড়ভাই কলেজ পড়ুয়া ফারদিন হাসান হিমেল আর্জেন্টিনার সমর্থক ছোট ভাই দ্বিতীয় শ্রেনীর ছাত্র আবিদ কামাল রুহান ফ্রান্স সমর্থক দু’ভাই দুইদেশের পতাকা লাগিয়েছে। এনিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। দক্ষিণভাগ বাজারের সাকিব স্পোর্টসের স্বত্বাধীকারী ফখরুল ইসলাম সাবু জানান, আমার দোকানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পতাকা রয়েছে তবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও স্পেন সমর্থকরা পতাকা বেশি খুঁজছে।