শাল্ল¬ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

61

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের শাল¬া উপজেলায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামির হোসেন (৩৫) উপজেলার আটগাঁও ইউনিয়নের ছিকাডুবি গ্রামের মতিন মিয়ার পুত্র। শাল্ল¬া থানার ওসি আনিসুর রহমান বলেন, রবিবার বিকাল ৪টায় উপজেলার সুরমা নদীতে ভাসমান অবস্থায় ঐ লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে গুলি ও জখমের চি‎হ্ন রয়েছে বলে তিনি উলে¬খ করেন।