সোবহানীঘাট কাঁচাবাজার থেকে বিপন্ন সজারু উদ্ধার

63

স্টাফ রিপোর্টার :
বনের প্রাণীকে আবদ্ধ করে রাখা হয়েছিলো দালান কোটায়। সজারু নামের সেই প্রাণীটি উদ্ধার করে আপন ঠিকানা ফিরিয়ে দিলো সিলেট বনবিভাগ। গতকাল বুধবার খাদিমনগর জাতীয় উদ্যানে প্রাণীটি অবমুক্ত করা হয়। সজারোটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বনবিভাগ। এর আগে গত মঙ্গলবার নগরীর সোবহানীঘাট কাঁচা বাজারে মতিন ট্রেডার্স থেকে সজারুটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, একটা সময় ছিলো মাঠে ফলানো শাকসবজি খেয়ে সাবাড় করতো সজারু। কাকতাড়ুয়ার ভয় দেখিয়ে ফসল রক্ষা করা হতো। সেই সজারু এখন বিপন্ন প্রাণীর তালিকায়।
বনবিভাগ সিলেটের রেঞ্চ কর্মকর্তা দেলোয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সুবহানীঘাট মতিন ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে সজারুটি উদ্ধার করা হয়। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শখের বসে সজারুটি দোকান কোটায় রেখে লালন পালন করছিলেন। অবশেষে বিলুপ্ত প্রজাতির সজারুটি উদ্ধার করে খাদিমনগর জাতীয় উদ্যানে মুক্ত করলো বন বিভাগ।