স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে সিলেটের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত ও ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আহমদ আলীকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)’র সদস্যরা। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চন্ডিপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহমদ আলী মোগলাবাজার থানার মোহাম্মাদপুর গ্রামের মৃত হারুনুর রশিদ চৌধুরীর পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চন্ডিপুল এলাকা থেকে সিলেটের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ আহমদ আলীকে গ্রেফতার করে। ২১ বছরের সাজা হওয়ায় পর থেকে সে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থেকে সে এলাকায় ত্রাসের রাজ্যত্ব করে আসছিল। আহমদ আলী এলাকায় খুন, ধর্ষণ, ডাকাতি, মারামারি, ছিনতাই, অবৈধ অস্ত্র ব্যবসাসহ নানাবিধ অপরাধে অভিযুক্ত। তার ভয়ে এলাকার সাধারণ লোকজন রাতে ঘরের বাহিরে বের হত না এবং কিছু বলার সাহস পেত না। তার বিরুদ্ধে মোগলাবাজার, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজারসহ কোতয়ালী থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তাকে গ্রেফতার করায় এলাকার জনগন স্বস্থি প্রকাশ করেছে। গ্রেফতারকৃত আহমদ আলী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আাসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।